বাংলাদেশের জরুরি ডায়াল কোড

সাম্প্রতিক লেখা

শনিবার, ডিসেম্বর ১৪

ফ্রি যতখুশি এসএমএস পাঠান আপনার মোবাইল নম্বর থেকেই !!!



আসলামুয়ালাইকুম
আপনারা নিশ্চয়ই জানেন ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠানো যায়কিন্তু গুগলে সার্চ দিয়ে একটিও উপকারি সাইট খুঁজে পেতে আপনাকে যে কত হয়রানি হতে হবে সেটা চাইলেই পরীক্ষা করে দেখতে পারেনআমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি, এ পর্যন্ত ফ্রি এসএমএস পাঠানোর সাইট হাতে গুনে ৬-১০ টা পেয়েছি সেগুলোর মাঝেও কিছুটা সীমাবদ্ধ রয়েছে 

তবে আমি আজ আপনাদের সাথে এমন একটি সাইট এর ঠিকানা শেয়ার করব যার মাধ্যমে আপনি বাংলাদেশের যেকোন মোবাইল নাম্বারে ফ্রি এবং যতখুশি তত মানে আনলিমিটেড এসএমএস পাঠাতে পারবেনসবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল যে, সেই এসএমএস পাঠানো যাবে আপনার নাম্বার দিয়েইওয়েব সাইটটি আমি প্রায় আধা ঘণ্টা ঘাটাঘাটি করে তারপর এই পোস্টটি লিখছিওয়েব সাইটটির ঠিকানা : http://unlimitedfreesms.com/ শুধুমাত্র সাইন আপ করেই এসএমএস পাঠানো শুরু করতে পারেন এখনইনিচের ধাপগুলো অনুসরণ করুন :- 

ধাপ 1 : সাইন আপ অপশনে Name (আপনার নাম), Mobile(আপনার নিজের মোবাইল নম্বর), Password, Confirm Password ঘরগুলো যথাযথভাবে পূরণ করে I agree to terms of service লেখাটিতে টিক দিয়ে Sign Up বাটন ক্লিক করুননিচের ছবিটি/স্ক্রিনশটটি লক্ষ্য করুন তাহলে সব বুঝে যাবেন

রবিবার, মে ২৬

বাংলাদেশ এর সকল তথ্য এখন এক যায়গায় পাওয়ার সহজ উপায়

আপনি বাংলাদেশ সম্পর্কিত আপানার দরকারি সকল তথ্য পেয়ে যাবেন। ওয়েব সাইট এর নাম  বাংলাদেশ পয়েন্ট। এই লিংকে ক্লিক করুন http://www.bangladeshpoint.com/

শুক্রবার, মে ২৪

অনলাইনে জেনে নিন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না

নিচের লিংকটিতে ক্লিক করতে হবে।

http://www.immi.gov.bd/passport_verify.php

তার পর নিচের মত একটি পেইজ আসবে। ঠিক দিয়ে দেখানো যায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি থেকে লাল কালি দিয়ে দেখানো সর্ব শেষ ৫টি ডিজিট টাইপ করুন। এবং Date of Birth জন্ম তারিখ টি দিন। তার পর Submit এ ক্লিক করুন। আশা করি আপনার তথ্যটি পেয়ে যাবেন।

রবিবার, ফেব্রুয়ারী ১০

অনলাইনে পড়ুন জনপ্রিয় ৫টি জাতীয় পত্রিকার হুবহু সংস্করণ

বর্তমানে বাংলাদেশে অনলাইন পত্রিকার জয়জয়কর অবস্থা। যার প্রমাণ Alexa। বাংলা ভাষায় প্রকাশিত ওয়েবসাইটের প্রথম তিনটিই হচ্ছে সংবাদপত্রের। তবে অনেকেই আছেন যারা এখনও কাগজের পত্রিকা পড়তেই বেশি সাচ্ছন্দ বোধ করেন। আমি তাদের মধ্যে একজন। কিন্তু গবেষকগণ বলছেন, ২০৪০ সালের পর থেকে নাকি পৃথিবীতে আর কোন কাগজের সংবাদপত্র প্রকাশিত হবে না, তার জায়গা দখল করবে পত্রিকার ডিজিটাল ভার্সন!!! তাই এখন থেকে একটু একটু অভ্যাস করছি।

যারা আমার মত কাগজের সংবাদপত্র পড়তেই বেশি পছন্দ করেন, তাদের জন্য শেয়ার করলাম ৫ টি জনপ্রিয় জাতীয় পত্রিকার হুবহু অনলাইন সংস্করণের লিংক। সাথে থাকছে বাংলা ভাষায় প্রকাশিত জনপ্রিয় সব অনলাইন পত্রিকার লিষ্ট রয়েছে এমন একটি ওয়েবসাইট।

প্রথম আলো

http://www.eprothomalo.com

যুগান্তর

http://www.ejugantor.com

কালের কন্ঠ

http://www.kalerkantho.com/epaper/

সকালের খবর

http://www.eshokalerkhabor.com

জনকন্ঠ

http://www.ejanakantha.com

বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন পত্রিকার লিষ্ট

http://www.allbanglanewspaper.com

অনলাইন বাংলা পত্রিকা ও ব্লগে প্রকাশিত গুরুত্বপূর্ণ সব খবরের লিংক পেতে ভিজিট করতে পারেন http://bartavubon.com। বার্তা ভুবন - বাংলা ভাষায় সোশ্যাল বুকমার্কিং ও সোশ্যাল নিউজ শেয়ারিং ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।