আমরা সাধারনত বিভিন্ন ফাইল যেমন গান, ভিডিও ইত্যাদি কনভার্ট করার জন্য নানা রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু কোনো সফটওয়্যার ছাড়া অনলাইনে বসেই যেকোন দরকারি ফাইল কনভার্ট করে নেয়া যায়। এতে করে অধিক সফটওয়্যার ব্যবহারের প্রয়োযন পড়ে না। অনলাইনে ফাইল কনভার্ট করার জন্য অনেক সাইট রয়েছে যার মধ্যে zamzar অন্যতম। এই সাইট থেকে অতি সহজে যেকোন ফাইল যেকোন ফরম্যাটে কনভার্ট করে নেয়া যায়।
প্রথমত এখানে ক্লিক করুন।http://www.zamzar.com/
তারপর ব্রাউজ বাটনে ক্লিক করে ফাইল টি আপলোড করে নিন।
এরপর আপনি আপনার কাঙ্খিত ফরম্যাটটি সিলেক্ট করুন।
এখন আপনার ই-মেইল ঠিকানা দিয়ে কনভার্ট বাটনে ক্লিক করুন।
এবার আপনি আপনার মেইল বক্স চেক করুন সেখানে একটি ডাউনলোড লিঙ্ক আসবে।
এখন আপনি এই লিঙ্ক থেকে আপনার কাঙ্খিত ফরম্যাটি ডাউনলোড করে নিতে পারবেন।
তবে রেজিস্ট্রেশন ছাড়া এখানে ১০০ মেগা আকৃতির ফাইল কনভার্ট করা যাবে। আর রেজিস্ট্রেশন করলে ১ গিগা আকৃতির ফাইল কনভার্ট করা যাবে এবং আপনার নিজস্ব ইনবক্স তৈরি হবে। এছাড়া এই সাইট থেকে যেকোন video sharing সাইট যেমন youtube এর ভিডিও লিঙ্ক দিয়ে যেকোন ফরম্যাটে ডাউনলোড করে নেয়া যায়।
এরকম আর কয়েকটি সাইট হল media-convert.com , freefileconvert.com
ইন্টারনেটে সার্চ করতে গিয়ে মুলত বিষয়টি আমার দৃষ্টি আকর্ষন করেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
প্রথমত এখানে ক্লিক করুন।http://www.zamzar.com/
তারপর ব্রাউজ বাটনে ক্লিক করে ফাইল টি আপলোড করে নিন।
এরপর আপনি আপনার কাঙ্খিত ফরম্যাটটি সিলেক্ট করুন।
এখন আপনার ই-মেইল ঠিকানা দিয়ে কনভার্ট বাটনে ক্লিক করুন।
এবার আপনি আপনার মেইল বক্স চেক করুন সেখানে একটি ডাউনলোড লিঙ্ক আসবে।
এখন আপনি এই লিঙ্ক থেকে আপনার কাঙ্খিত ফরম্যাটি ডাউনলোড করে নিতে পারবেন।
তবে রেজিস্ট্রেশন ছাড়া এখানে ১০০ মেগা আকৃতির ফাইল কনভার্ট করা যাবে। আর রেজিস্ট্রেশন করলে ১ গিগা আকৃতির ফাইল কনভার্ট করা যাবে এবং আপনার নিজস্ব ইনবক্স তৈরি হবে। এছাড়া এই সাইট থেকে যেকোন video sharing সাইট যেমন youtube এর ভিডিও লিঙ্ক দিয়ে যেকোন ফরম্যাটে ডাউনলোড করে নেয়া যায়।
এরকম আর কয়েকটি সাইট হল media-convert.com , freefileconvert.com
ইন্টারনেটে সার্চ করতে গিয়ে মুলত বিষয়টি আমার দৃষ্টি আকর্ষন করেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন