বাংলাদেশের জরুরি ডায়াল কোড

সাম্প্রতিক লেখা

রবিবার, সেপ্টেম্বর ৯

অস্টেলিয়ার ভিসা চেক করার নিয়ম।

অস্টেলিয়ার ভিসা চেক করার নিয়মটি অনেকে আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন। আসলে আমার হাতে সময় খুবই কম থাকায় ইচ্ছে থাকলেও উপযুক্ত সময়ে লিখতে পারিনি। আজ একটু সময় পেলাম তাই নিজের মতো করে লিখলাম। এবার কাজের কথায় আসা যাক। প্রথমে www.immi.gov.au এখানে প্রবেশ করুন নিচের ছবির মতো একটি পেজ পাবেন। এখানে লাল চিহ্নিত ঘরে ক্লিক করুন।


এবারেও নিচের ছবির মতো একটি পেজ পাবেন। এখানেও লাল চিহ্নিত ঘরে ক্লিক করুন।

এবারে নিচের ছবির মতো একটি পেজ পাবেন। এখানেও লাল চিহ্নিত ঘরে ক্লিক করুন।
এবারে নিচের ছবির মতো একটি পেজ পাবেন। এখানেও লাল চিহ্নিত ঘরে ক্লিক করুন। এবার শেষ পেজে চলে এলেন।
এখন ভিসা দেখে ঘরগুলো পুরণ করে নিন। তারপর OK ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট পেয়ে যাবেন।

অস্ট্রেলিয়ার 'ডিপার্টম্যান্ট অব ইমিগ্র্যাশন অ্যান্ড সিটিজেনশিপ'-এর ভিসাসংক্রান্ত সব তথ্য ও অনলাইনভিত্তিক সেবা পাওয়া যাবে এই ওয়েব সাইট থেকে (www.iwwwmmi.gov.au)। এখানে 'ওয়ার্কাস' অংশে 'স্পন্সর' 'ওয়ার্কারস', 'প্রফেশনাল', 'স্কিল মাইগ্রেন্ট'সহ বিভিন্ন পেশাজীবীর জন্য চাকরি ভিসার তথ্য রয়েছে। তা ছাড়া ভিজিট, মাইগ্রেন্ট, স্টুডেন্ট ভিসার পৃথক তিনটি অংশে প্রয়োজনীয় সব তথ্য দেওয়া হয়েছে। সাইটটির 'অনলাইন সার্ভিস' অংশে ভিসার আবেদন এবং ভিসা আবেদনের অগ্রগতি চেক করা যাবে। প্রফেশনাল, ওয়ার্কিং হলিডে ও দক্ষ শ্রমিক ভিসা আবেদনের যোগ্যতা যাচাইসহ শিক্ষার্থী ভিসাধারীরা কাজের অনুমতির আবেদন করতে পারবেন এই সাইট থেকে। ভিসা প্রত্যাখ্যাত হলে কী করতে হবে এবং ভিসাসংক্রান্ত সহযোগিতার জন্য অনুমোদিত এজেন্টদের খোঁজও পাওয়া যাবে এখানে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন